"মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ"

--------একটি ছোট্ট কবিতার জন্ম।
অনেক দিন আগের কথা।দেশে চলছে বিশ্ব বেহায়া স্বৈরাচার হুমু এরশাদের অবৈধ শাসন।দেশ জুড়ে ৯০'র গন-আন্দোলনের ঢেউ।এমন সময় হরতালের মধ্যে ঢাকার কাটাবন মার্কেটে গাঁজা কিনতে গিয়ে পুলিশের হাতে ধরা খেলেন আমাদের প্রিয় কবি নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী।(সেপাই/দাড়োগারা কবিকে চিনতে পারেনি) তাই গুন দার কাছে জিঙ্গেস করলো—
পুলিশ : এই ব্যাটা তোর নাম কি? কই থাকস? কি করছ?
কবি : নির্মলেন্দু গুন, সামান্য লেখালেখি করি।
পুলিশ : কি ল্যাখস?
কবি : এই টুকটাক কবিতা লেখি।
পুলিশ : এখন যদি নতুন একটা কবিতা শুনাইতে পারস, তাইলে ছাইড়া দিমু।
কবি: মাছের রাজা ইলিশ/ মানুষের রাজা পুলিশ।
এমন সময় পুলিশের এক বড় কর্মকর্তা সেখানে হাজির হলেন।তিনি নির্মলেন্দু গুনকে চিনতে পেড়ে তাকে নিজের গাড়িতে করে কবির বাড়িতে পৌছে দিলেন।
Image may contain: one or more people, smoking, outdoor and water
"মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ" "মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ" Reviewed by ডিজিটাল মঠবাড়িয়া on ৬:১৪ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.