ফেইসবুকের নিউজ ফিডে আরও পরিবর্তন আসছে


ব্যবহারকারীদের হোম পেইজে আরও প্রাসঙ্গিক পোস্ট দেখাতে নিউজ ফিডে আবারও পরিবর্তন এনেছে ফেইসবুক। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমটি নতুন অ্যালগরিদম ব্যবহার করে নির্ভরযোগ্য সোর্স থেকে আসা প্রাসঙ্গিক পোস্ট নিউজ ফিডে প্রদর্শন করবে।
নতুন এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা অনেকাংশে ভুয়া খবর ও স্প্যামিং পোস্ট থেকে রক্ষা পাবেন।
বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা এ সামাজিক মাধ্যম কর্তৃপক্ষ নিউজ ফিডে এ পরিবর্তন আনার ঘোষণা দেয়।
নতুন পদ্ধতিতে ফেইসবুক প্রথমে কোন পেইজ বা আইডি থেকে পোস্টটি প্রকাশ করা হয়েছে সেটি চিহ্নিত করবে। তারপর ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দসই পোস্ট ও সঠিক তথ্য ব্যবহারকারীদের হোম পেইজে পাঠাবে।
এসব পোস্ট বা তথ্য ব্যবহারকারীদের হোম পেইজে প্রয়োজন ও গুরত্ব অনুযায়ী দ্রুত ও রিয়েল টাইমে প্রদর্শিত হবে।
উদাহরণ হিসেবে বলা যায়, টেকশহরডটকমের ফেইসবুক পেইজ লাইক দেওয়া থাকলে সেখানে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ শেয়ার হলে মুহূর্তের মধ্যেই তা ব্যবহরকারীদের নিউজ ফিডে প্রদর্শিত হবে।
ফেইসবুক কর্তৃপক্ষ ভুয়া সংবাদ নিয়ে বেশ বিপাকে রয়েছে। বিশেষ করে গত বছর মার্কিন নির্বাচনে এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে মাধ্যমটি। এরপর থেকে ভুয়া সংবাদ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে মার্ক জাকারবার্গের টিম। এরই অংশ হিসেবে এ পরিবর্তন।
No automatic alt text available.
ফেইসবুকের নিউজ ফিডে আরও পরিবর্তন আসছে ফেইসবুকের নিউজ ফিডে আরও পরিবর্তন আসছে Reviewed by ডিজিটাল মঠবাড়িয়া on ৬:১০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.